বাংলাদেশে গণতন্ত্রেরদিকে দৃষ্টি দিতে জাতিসংঘেরপ্রতি আহ্বান অধিকারের


এশিয়ান মানবাধিকার কমিশন এবং
বাংলাদেশের মানবাধিকার সংগঠন
“অধিকার” এক যৌথ বিবৃতিতে
বাংলাদেশের ‘পলায়মান গণতন্ত্র’ ও
আইনের শাসনের ‘অভাবের’
দিকে দৃষ্টি দেবার জন্য জাতিসংঘসহ
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি
আহ্বান জানিয়েছে।
গতকাল (শনিবার) প্রকাশিত এ বিবৃতিতে
বলা হয়েছে, জনগণের মৌলিক
অধিকার এবং ন্যায় বিচারপ্রাপ্তি নিশ্চিত
করতে হলে বিচার প্রতিষ্ঠানগুলিতে
পূনর্বিন্যাস করতে হবে। এজন্য
আন্তর্জাতিক সম্প্রদায়কে
বাংলাদেশের সাথে একত্রে কাজ
করতে হবে।
বিবৃতিতে মানবাধিকার লংঘনের
সর্বশেষ উদাহরণ হিসেবে
রাউজানের বেসরকারি
বিদ্যুতকেন্দ্র নির্মাণ পরিকল্পনা
বিরোধী জনতার মিছিলে পুলিশের
গুলি ছোড়ার ঘটনা উল্লেখ করা
হয়েছে।
সুত্রঃ আমারদেশ অনলাইন

0 Comment " বাংলাদেশে গণতন্ত্রেরদিকে দৃষ্টি দিতে জাতিসংঘেরপ্রতি আহ্বান অধিকারের "