স্বল্প সময় রোজা হয় যে দেশগুলোতে


রমজান মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা রোজা রাখার প্রস্তুতি নেন। অঞ্চলের ভিত্তিতে বিভিন্ন দেশে রোজার সময়-সীমা ভিন্ন। কোনো দেশে ২১ ঘণ্টা তো কোনো দেশে প্রায় ১২ ঘণ্টা।

বাংলাদেশেও আমরা রোজা রাখছি ১৫ ঘন্টার বেশি। বাংলাদেশের প্রতিবেশী দেশসমূহেও ১৫ ঘন্টার বেশি সময় রোজা পালন করতে হচ্ছে।

অপরদিকে এবার সবচেয়ে কম সময়ে রোজা হচ্ছে দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের দেশ চিলিতে। গতবার এ অবস্থানে ছিল অস্ট্রেলিয়ার।

যেসব দেশে কম সময়ের রোজা পালন করা হচ্ছে-

চিলি

এ বছর সবচেয়ে কম সময়ে রোজা হচ্ছে চিলিতে। সবচেয়ে দীর্ঘ সময়ের রোজার দেশ ডেনমার্ক থেকে প্রায় ৯ ঘণ্টা কম। চিলিতে রোজার সময়-সীমা ১১ ঘণ্টা ৫৮ মিনিট।

দক্ষিণ আফ্রিকা

চিলির চেয়ে মাত্র দুই মিনিট বেশি রোজা রাখছেন দক্ষিণ আফ্রিকার বাসিন্দারা। অর্থাৎ ১২ ঘণ্টা রোজা রাখছেন তারা।

আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে রোজার সময় ১২ ঘণ্টা ২১ মিনিট।

অস্ট্রেলিয়ায়

গত বছর সবচেয়ে কম সময় রোজা হয়েছিল অস্ট্রেলিয়ায়। সময়-সীমা ছিল ১০ ঘণ্টা। এবার দেশটির বাসিন্দারা রোজা রাখছেন গড়ে ১২ ঘণ্টা ৩০ মিনিট।

ব্রাজিল

ব্রাজিলে রোজার সময় ১৩ ঘণ্টা ৯ মিনিট।

0 Comment " স্বল্প সময় রোজা হয় যে দেশগুলোতে "