ﻭَﻋَﻦ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳﺮَﺓَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮﻝُ ﺍﻟﻠﻪِ ﷺ : «
ﻻَ ﻳَﺸْﺮَﺑَﻦَّ ﺃﺣَﺪٌ ﻣِﻨْﻜُﻢْ ﻗَﺎﺋِﻤﺎً، ﻓَﻤَﻦْ ﻧَﺴِﻲَ ﻓَﻠْﻴَﺴْﺘَﻘِﻲﺀ ». ﺭﻭﺍﻩ
ﻣﺴﻠﻢ
বাংলা হাদিস
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের কেউ যেন অবশ্যই
দাঁড়িয়ে পান না করে। আর যদি ভুলে যায়
(ভুলবশতঃ পান করে ফেলে),
তাহলে সে যেন বমি করে দেয়।
[মুসলিম ২০২৬, আহমদ ৮১৩৫]
0 Comment " ভুলবশত দাঁড়িয়ে পানি পান করলে কী হয়? "
একটি মন্তব্য পোস্ট করুন