মাত্র ৯ বছর বয়সেই সাইবার বিশেষজ্ঞ এবং প্রুডেন্ট গেমস এর সিইও!

আমেরিকার এক নয় বছরের বালকের কথা, যে মাত্র  শৈশব কাটিয়ে কৈইশরে পা দিয়েছে।  বলা হচ্ছে ৯ বছর বয়সী রুবেন পালের কথা, যে এই বয়সেই প্রযুক্তি বিশ্বে আলোচিত নাম হয়ে উঠেছে।


যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরের বাসিন্দা রুবেন। তৃতীয় শ্রেণী পড়ুয়া এই শিক্ষার্থী প্রযুক্তি জগতে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নাম। জন্মসূত্রে ভারতীয় ৯ বছর বয়সী রুবেন পাল বর্তমানে একজন প্রতিষ্ঠিত হ্যাকার এবং সিইও।সাইবার দুনিয়ায় রুবেনের নাম বেশ পরিচিত। তবে সাইবার জগতে তার পরিচয় শুধু দক্ষ হ্যাকার হিসেবেই নয়, অ্যাপ ডেভেলপার, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ-এর পাশাপাশি গেমস নির্মাতা প্রতিষ্ঠান প্রুডেন্ট গেমস-এর প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদটি রুবেনের দখলে। পাশাপাশি সুবক্তা হিসেবেও সে সমাদৃত। ২০১৪ সালের শিশুদিবসে তার ভাষণ শুনে মুগ্ধ হয়েছিল সাইবার দুনিয়া।
সম্প্রতি ভারতের দিল্লিতে হ্যাকারদের সবচেয়ে বড় সম্মেলনে ‘গ্রাউন্ড জিরো সামিট ২০১৫’-তে স্পেশাল অ্যাম্বাসেডার হিসেবে উপস্থিত ছিলেন রুবেন।

রুবেন জানায়, ক্রেডেনশিয়াল হার্ভেস্টিং অর্থাৎ পাসওয়ার্ড চুরি করা দিয়েই হ্যাকার জগতে তার হাতেখড়ি। তবে সাইবার জগতে মঙ্গল সাধনায় ভালো সাইবার স্পাই হয়ে ওঠাই তার লক্ষ্য।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

0 Comment " মাত্র ৯ বছর বয়সেই সাইবার বিশেষজ্ঞ এবং প্রুডেন্ট গেমস এর সিইও! "